যশোর সদরের সানতলা গ্রামে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া জিহাদ হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (১৩ জুলাই) সকালে দ্বিতীয় দফা উদ্ধার অভিযানে ভৈরব নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিহাদ সানতলা গ্রামের উজির আলীর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে জিহাদ তার ছোট বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ভৈরব নদীতে গোসল করতে যায়। তারা ব্রিজ থেকে লাফিয়ে নদীতে নামছিল। একপর্যায়ে অন্যরা নদী থেকে উঠলেও জিহাদ আর ভেসে ওঠেনি। এতে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, “খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে খুলনার উন্নত ডুবুরি দলের সহযোগিতা চায়। খুলনা থেকে উদ্ধারকারী দল এসে শনিবার বিকাল ৫টার পর অভিযান শুরু করে। তবে অন্ধকার হয়ে যাওয়ায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান স্থগিত করা হয়।”
পরে রোববার সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রমের দ্বিতীয় দফা শুরু করে ডুবুরি দল। সকাল ৯টার দিকে নদী থেকে জিহাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবরে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।